চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে পাঁচটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১৫ গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাহারচড়া পুলিশ ফাঁড়ি এসআই তানভীর বলেন, সকালে গ্যারেজে কাজ করার সময় ওয়ারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গ্যারেজের সব মালামাল পুড়ে ছাই হয়ে গলেও বাকী চারটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানান।
এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, সকালে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার স্টেশনের একটি ইউনিট পাঠানো হয়।তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় পরে আবারও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত সকলকে স্থানীয় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান।
চাটগাঁ নিউজ/এমআর