চাটগাঁ নিউজ ডেস্ক : জেলার বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি বিভিন্ন দোকান। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) ভোররাত ৩টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের সরকার বাজার আশরাফ আলী মার্কেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- ফজল কাদেরের মুদির দোকান, ইসমাইলের মুদির দোকান, নুর হোসেনের হোমিওপ্যাথিকের দোকান, নুরুল কবিরের চায়ের দোকান, মহিউদ্দিনের ফার্মেসি ও একটি সেলুনের দোকান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে ‘বাঁশখালী ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইসমাইলের মুদির দোকানে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেছেন আগুনে তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, ‘শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছি। অন্তত ৩০ মিনিটের মধ্যে মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ছয়টি দোকান পুড়ে যায়। এখনোও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা হয়নি।’
চাটগাঁ নিউজ/এসআইএস