বাঁশখালীতে আগুনে পুড়েছে ৪ বসতঘর

চাটগাঁ নিউজ ডেস্কঃ বাঁশখালীতে অগ্নিকাণ্ডে অর্ধপাকা ৪টি টিনের চালার বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বাহারছড়া রত্নপুর ৩নং ওয়ার্ডের পেলা গাজীর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মৃত আনু মিয়ার পুত্র মো. কামাল উদ্দিন, মো. জাফর, মো. দিদার, মো. শহিদ উল্লাহর বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বাঁশখালী ফায়ার সার্ভিস পৌঁছালেও ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বেই বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। দীর্ঘ ৪৫ মিনিটের মতো সময়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪০-৫০ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আজাদুল ইসলাম চাটগাঁ নিউজ কে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। আমরা যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top