বাঁশখালীতে অগ্নিকান্ডে ১১ বসতঘর পুড়ে ছাই

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের লাইন বন্ধ করার জন্য বিদ্যুৎ অফিসের হেল্প লাইনে বার বার ফোন করেও পাওয়া যায়নি বলে অভিযোগ তুলেন স্থানীয় প্রতিবেশী মাওলানা ইসহাক হাকিম।

অগ্নিকান্ড সংঘটিত বাড়ির সাথে লাগোয়া বিদ্যুতের খুঁটি থাকায় আগুনের ব্যাপকতা দ্রুত ছড়িয়ে পরে। পরে সরকারি জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় বলে জানান স্থানীয়রা।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ২টার সময় উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া ৬ নম্বর ওয়ার্ডের ডিগ্রি পাড়া অছির বাপের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। লোকমানের বসতঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার- ছাবের আহমদের পুত্র মো. দিলাল, লোকমান, দেলোয়ার, কাসেম, মামুন, মৃত ফয়েজ আহমদের পুত্র আকবর, জব্বার, শেয়ার আলী এবং মৃত নুরুল ইসলামের পুত্র মো. মিয়া, রিদুয়ান, ইসমাইল।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিযানুর রহমান বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। তার আগেই সর্বস্ব পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top