বহদ্দারহাট ফ্লাইওভার থেকে মুমূর্ষু অবস্থায় নারী উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ফ্লাইওভার থেকে মাশিনু মারমা কীর্তি নামে আহত ও মুমূর্ষু অবস্থায় এক পোশাককর্মীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বহদ্দারহাট ফ্লাইওভারের প্রবেশ মুখ থেকে উদ্ধার করার পর চমেকের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

জানা গেছে, আহত মাশিনু মারমা খাগড়াছড়ি সদরের ধর্মঘর তংথাক পাড়ার উগ্য মারমার মেয়ে। মাশিনু মারমা ইয়ং ওয়ান কোম্পানিতে অপারেটর পদে কর্মরত আছেন।

তার আত্মীয় জয় মারমা বলেন, মাশিনু মারমার মা গত বছর থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। মায়ের চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাওয়া মেয়েটা আজ আহত হয়ে হাসপাতালে। তবে সে কিভাবে আহত হয়েছে এখনও আমরা জানতে পারিনি। কেউ কেউ বলছে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিষয়টি চাটগাঁ নিউজকে নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top