বন্দরে ধ্বংস করা হলো চিংড়ি, কমলাসহ ১৭৫ টন পণ্য

চাটগাঁ নিউজ ডেস্ক : আমদানি করা ৯ কনটেইনারের ১৭৫ টন নিলাম ও ভোগের অযোগ্য হিমায়িত চিংড়ি, আদা, কমলা, পশুখাদ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন বন্দর রিপাবলিক ক্লাবের পেছনে গর্ত খুঁড়ে এসব পণ্য মাটি চাপা দেওয়া হয়।

বিভিন্ন দেশ থেকে আমদানি করা কনটেনারে দীর্ঘদিন বন্দরের বিভিন্ন টার্মিনাল, ইয়ার্ড ও শেডে পড়ে থাকা ১১১টি কনটেইনারের ২ হাজার ৩৫০ টন পণ্য ধ্বংস করা হচ্ছে এবার। এসব পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত চিংড়ি, আদা, পশুখাদ্য, হিমায়িত মাংস, মেন্ডারিন, মিট অ্যান্ড বোন মিল, মাছ ও মুরগির খাদ্য।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইদুল ইসলাম বলেন, বন্দর থেকে নানা কারণে খালাস না নেওয়া এবং পণ্যের গুণগতমান নষ্ট হয়ে খাবার বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া পণ্যচালান ধ্বংস করা কাস্টম হাউসের রুটিন কাজ। তারই ধারাবাহিকতায় এবার ১১১টি কনটেইনারে থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হচ্ছে। প্রথম দিন ৯টি কনটেইনারে থাকা পণ্য ধ্বংস করা হয়েছে। শুক্র ও শনিবার ধ্বংস কার্যক্রম সীমিত থাকবে। এরপর পুরোদমে চলবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বিগত সময়ে দেখা গেছে কাস্টমস ধ্বংস করার পর ওই পণ্য চুরি করে নিয়ে যেত একটি চক্র। যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ছিল। এবার যাতে তেমনটি না হয় গভীর গর্ত খুঁড়ে ধ্বংস পণ্যগুলো মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top