বন্দরে জাহাজ আসছে কম, খালি পড়ে আছে জেটি

নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে কমে গেছে কন্টেনার জাহাজ আসা। এতে করে বন্দরের টার্মিনালে খালি পড়ে আছে জেটি। বহির্নোঙরেও নেই অপেক্ষমাণ কোন জাহাজ।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ কোন কন্টেনার জাহাজ ছিল না। বন্দরের কন্টেনার জেটি হিসেবে ব্যবহৃত জেনারেল কার্গো বার্থের ১১ নম্বর জেটি এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনালের তিনটি জেটি গতকাল খালি ছিল। আজ একইসাথে খালি হয়ে যাবে বন্দরের ৬টি জেটি। চিটাগাং কন্টেনার টার্মিনাল, নিউমুরিং কন্টেনার টার্মিনাল এবং পতেঙ্গা কন্টেনার টার্মিনালে স্বাভাবিক সময়ে এরকম আর কোন সময় জেটি খালি থাকার নজির নেই।

গতকাল অনুষ্ঠিত বার্থিং মিটিং অনুযায়ী আজ শুক্রবারর বন্দরের জেনারেল কার্গো বার্থের ৯, ১০ এবং ১১ নম্বর জেটি, চিটাগাং কন্টেনার টার্মিনালের ১ নম্বর জেটি, নিউমুরিং কন্টেনার টার্মিনালের ২ ও ৩ নম্বর জেটি জাহাজ শূন্য থাকবে। পরদিন শনিবার খালি থাকবে ১১ নম্বর জেটি। আজ এবং আগামীকালের মধ্যে ৭টি কন্টেনার জাহাজ বিদেশ থেকে এসে সরাসরি খালি জেটিগুলোতে বার্থিং নেবে।

চট্টগ্রাম বন্দরের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, আগে তুলনামুলক ছোট জাহাজ আসতো। এখন কিছুটা বড় জাহাজে বেশি কন্টেনার পরিবহনের সুযোগ তৈরি হয়েছে। ফলে জাহাজের সংখ্যা কমলেও কন্টেনারের সংখ্যা ঠিকঠাক মতোই আছে। তবে একইসাথে এতগুলো জেটি খালি থাকার নজির নেই বলেও তিনি স্বীকার করেন।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top