চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে বনবিভাগের গাছ কাটা ও চুরিতে বাধা দেওয়ায় ৯ জন বন কর্মকর্তা-কর্মচারী ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সাড়ে ১০টার দিকে দোহাজারী পৌরসভার জামিজুরী গুচ্ছগ্রাম হাফছড়িকুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হক, ফরেস্ট গার্ড মো. লোকমান, বাগান মালিক শাহাবুদ্দিন, বরগুনি বিট অফিসার রহমত আলী, হেডম্যান মহিউদ্দিন, বনরক্ষী মাহাবুব, দুই অটোরিকশা ও এক পিকআপচালক।
দোহাজারী রেঞ্জ অফিসের কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বনবিভাগের পটিয়া রেঞ্জের আওতাধীন বরগুনি বিট চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী গুচ্ছগ্রাম হাফছড়িকুল এলাকায় একদল চিহ্নিত বনদস্যু বনের গাছ কেটে পাচারের সংবাদ পেয়ে বনবিভাগ পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হকের নেতৃত্বে অটোরিকশা ও পিকআপ নিয়ে অভিযানে যাই। অভিযানের খবর পেয়ে বনদস্যুরা বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘবদ্ধ আক্রমণ চালায়।
এ সময় বনদস্যুরা পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. এমদাদুল হক, ফরেস্ট গার্ড লোকমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তাদের দা ও লাঠির আঘাতে বাগান মালিক শাহাবুদ্দিন, বরগুনি বিট অফিসার রহমত আলী, হেডম্যান মহিউদ্দিন, বনরক্ষী মাহাবুবসহ ২ অটোরিকশা ও ১ জন পিকআপ চালক গুরুতর আহত হয়। এ সময় আত্মরক্ষার্থে বনরক্ষীরা ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে দুর্বৃত্তরা বনের মধ্যে পালিয়ে যায়।
হামলার বিষয়টি পটিয়া রেঞ্জ কর্মকর্তা দোহাজারী রেঞ্জ অফিসে অবহিত করা হলে দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম ও পটিয়া এসএফএনটিসি ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম হাফিজ চন্দনাইশের অস্থায়ী আর্মি ক্যাম্প ও চন্দনাইশ থানাকে জানানো হয়। তাদের সহযোগিতায় আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বলেন, বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ