আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় উপজেলা নির্বাচনের আমেজ শেষ হতে না হতে আবার শুরু হচ্ছে বটতলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ সময়ে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন– মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মেহেবুব উদ্দিন চৌধুরী ও নুরুল আবছার।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।উপনির্বাচন নিয়ে বটতলী ইউনিয়নজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত এমন সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।
উল্লেখ্য, বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়ারম্যানপদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। পরে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে ইসি৷ ঘোষিত তফশীল অনুযায়ী ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ