সিপ্লাস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন। এটি চট্টগ্রামের জন্য একটি নতুন যুগের সূচনা করবে, যা শহরের অর্থনীতি, শিল্পায়ন এবং পর্যটনকে চাঙ্গা করবে।
টানেলটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে। এটি প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন ১৭ হাজার ২৬০টি যানবাহন বহন করতে সক্ষম।
টানেলটি উদ্বোধনের ফলে চট্টগ্রাম শহরের দুই অংশকে একত্রিত হবে। বর্তমানে, পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার মধ্যে যাতায়াত করতে নদী পার হতে হয়, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। টানেলটি চালু হলে, এই অঞ্চলের মধ্যে যাতায়াত সময় অর্ধেকেরও কমে যাবে।
টানেলটি চট্টগ্রামের অর্থনীতিকেও চাঙ্গা করবে। এটি চট্টগ্রাম বন্দর, ইপিজেড এবং শিল্প-কারখানার সাথে যোগাযোগ সহজতর করবে। এটি ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে।
টানেলটি চট্টগ্রামের পর্যটন শিল্পকেও প্রসারিত করবে। এটি কক্সবাজারের সাথে যোগাযোগ সহজতর করবে, যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।