রাঙামাটি প্রতিনিধি: এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট প্রতিযোগিতা-২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাঙামাটি জুরাছড়ির সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা এগারোটায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ ইমরান, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙামাটি রোভার স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ,জেলার বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব, খেলোয়াড়, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, বলেন, সুর কৃষ্ণ চাকমা দেশের জন্য এক অসামান্য কৃতিত্ব বয়ে এনেছেন। একজন খেলোয়াড়ের মাধ্যমে একটি দেশ খুব সহজেই বিশ্বের কাছে পরিচিতি লাভ করতে পারে। সুর কৃষ্ণ চাকমা রাঙামাটির দুর্গম একটি উপজেলা থেকে উঠে এসে বক্সিংয়ের মত একটি অপ্রচলিত খেলায় এতটা সুনাম বয়ে এনেছে। এটি তার কমিউনিটি, রাঙামাটি জেলাসহ সমগ্র দেশের জন্য গৌরবের।
জেলা প্রশাসক বলেন, আমরা পাহাড়ের আনাচে কানাচে সুর কৃষ্ণ চাকমারা মত ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাদের তুলে আনতে চাই। তাদের জন্য পৃষ্ঠপোষকতা সবসময়ই করে যাবে রাঙামাটি জেলা প্রশাসন।
সংবর্ধনা অনুষ্ঠানে সুর কৃষ্ণ চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর তাকে লাল-সবুজ উত্তরীয় পরিয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেন তারা।