চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে আবারও এক হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার সময় এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, চকরিয়া উপজেলার ৮নং ফাঁসিয়াখালী ইউনিয়নের(৮নং ওয়ার্ড) ও (৫ নং ওয়ার্ড) এর দক্ষিণ ঘূনিয়া আবুলের ঘোনা নামক স্থানে ফাঁসিয়াখালী রিংভং রির্জাভ এলাকায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রায় ৪টি হাতির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যুর ঘটনা ঘটতে পারে।
হাতির এ রহস্যময় মৃত্যু নিয়ে ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, হাতির মৃত্যুর খবর পাওয়ার সাথে স্পটে এসে উপস্থিত হয়েছি।দূর্ভাগ্যক্রমে এখনও মৃত্যুর কারণ পাওয়া যায়নি।
ডাক্তার আসছে,ময়নাতদন্ত করা হবে। তারপর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর আসল কারণ। যদি হাতির মৃত্যুতে কোনো দুষ্কৃতিকারী জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ