পড়া হয়েছে: ১৯
সিপ্লাস ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিন ও গাজা হচ্ছে ইসলামী শক্তির প্রকাশস্থল। আজ ফিলিস্তিনে যা ঘটছে তাতে ইসলামী শক্তির বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।
নাইজেরিয়ার সংগ্রামী আলেম হুজ্জাতুল ইসলাম শেখ ইব্রাহিম জাকজাকি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মহান আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনিরা যে সংগ্রাম শুরু করেছে তা সামনের দিকে এগিয়ে যাবে এবং চূড়ান্তভাবে ফিলিস্তিনিরা পরিপূর্ণ বিজয় অর্জন করবে।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিনে গত কয়েক দিন ধরে যা ঘটছে বিশেষ করে যেভাবে বোমা মেরে শিশু ও নারী-পুরুষকে হত্যা করা হচ্ছে তা মানুষের হৃদয়কে মারাত্মকভাবে আহত করছে। ফিলিস্তিনি জনগণকে সাহায্য-সহযোগিতা করা এখন মুসলিম বিশ্বের সবার দায়িত্ব।
সূত্র: পার্স টুডে