ফাতাহ ও হামাসের মধ্যে ঐক্য চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ঐক্য প্রতিষ্ঠা হতে চলেছে ফিলিস্তিনি দুই প্রধান সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফাতাহর মধ্যে। এরইমধ্যে দুই পক্ষের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় চুক্তি সইয়ের কথা চলছে। এদিকে চীন বলেছে, এর ফলে গাজায় ইসরাইলের যুদ্ধ শেষে এ উপত্যকায় ফিলিস্তিনের সব পক্ষের সম্মিলিতভাবে শাসন করার সুযোগ তৈরি হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র আমন্ত্রণে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক ও ফাতাহর প্রতিনিধি মাহমুদ আল আলাওল রাজধানী বেইজিংয়ে বৈঠক করেন। তাদের সঙ্গে ছিলেন আরও অন্তত এক ডজন ফিলিস্তিনি গোষ্ঠীর নেতারা। ওয়াং ই বলেন, যুদ্ধপরবর্তী সময়ে গাজা শাসন করতে ‘অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যের’ সরকার গঠনে সম্মত হয়েছেন প্রতিনিধিরা।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে হামাসের জ্যেষ্ঠ নেতা আবু মারজুক বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আমরা একটি চুক্তি সই করেছি। জাতীয় ঐক্য গড়ার মধ্য দিয়ে এ যাত্রা শেষ হবে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top