ফটিকছড়ির তিনটি বালু মহালে প্রশাসনের অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি:  ফটিকছড়িতে বালু, মাটি  উত্তোলনের তিনটি স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার  কাঞ্চননগর, লেলাং ও সুয়াবিল ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।

জানা যায়, তিনটি  বালু মহালের কোনটিতে ড্রেজার মেশিন পাওয়া যায়নি। তবে কিছু পাইপ ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

এদিকে, লেলাং খালের বালুমহাল থেকে  ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে উন্মুক্ত নিলাম আহ্বান করে স্থানীয় ইউপিমেম্বারের জিম্মায় রাখা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি  বলেন  তিনটি বালু মহালের কোনটিতে ড্রেজার মেশিন পাওয়া যায়নি তবে  ১০ হাজার ঘন ফুট বালুসহ কিছু সরঞ্জাম ও পাইপ জব্দ করা হয়েছে।

জব্দকৃত বালু নিলামে বিক্রি করে  সমুদয় টাকা সরকারী কোষাগারে জমা করা হবে।

Scroll to Top