ফটিকছড়িতে ২১ জন সাপে কাটা রোগী সুস্থ হয়ে ঘরে ফিরল

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত একমাসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন শিশু – নারীসহ ২১ জন সাপে কাটা রোগী। গত ১৯ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন সাপে কাটা এসব রোগী।

সুস্থ হয়ে ঘরে ফিরে যাওয়া রোগীদের মধ্যে রয়েছে দুই শিশু ও এক নারী রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল একমাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকাটা রোগীর সংখ্যা হঠাৎ করে বাড়তে থাকে। ভর্তি হওয়া ২১ রোগীর  অধিকাংশ পুরুষ। যাদের বয়স পঞ্চাশের নীচে।

রোগীর স্বজনদের সাথে কথা হলে বেশীরভাগে জানান বসতঘরের আশে পাশে কিংবা ঝোঁপ- ঝাঁড়ে কাজ করতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলের শিকার হন তারা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ আরেফীর আজিমবলেন, ফটিকছড়ির এমপি নজিবুল বশর মাইজভান্ডারী, বিভাগীয়  স্বাস্থ্য পরিচালক ডাঃ মহিউদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরীর নির্দেশে সাপে কাটা রোগী ভর্তি  দিচ্ছি। গত একমাসে ফটিকছড়িতে শিশু নারীসহ ২১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন।

তিনি আরো বলেন, এক সময় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপেকাটা রোগীর চিকিৎসা ছিলনা। বর্তমানে উন্নত চিকিৎসার ব্যবস্থা হয়েছে। সাপেকাটা রোগীরা ঝাঁড়ফুঁক কিংবা ওঁঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে  দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়ার অনুরোধ জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

Scroll to Top