পড়া হয়েছে: ৬০
ফটিকছড়ি প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনের চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন হতে তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়ব বলেছেন, রাজনীতি আর নেতৃত্ব হাতের মোয়া নয় যে, চাইলেই পাওয়া যাবে। এর জন্য দরকার কঠোর পরিশ্রম। ছাত্র রাজনীতি করে এতদূর পযর্ন্ত এসেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাত অতিক্রম করেছি। সুতরাং আমার সাথে যারা খেলতে চান। তাদের জানিয়ে দিতে চাই আমি খেলোয়ার,খেলতে এসেছি। এবার খেলা হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার, আমতল, রঞ্জু মুন্সিহাট এলাকায় গণসংযোগকালে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
হাজার হাজার মানুষের অংশগ্রহনে তরমুজ প্রতীকের গণসংযোগটি এক সময় জনসমুদ্রে রুপ নেয়।