পড়া হয়েছে: ৪৮
চাটগাঁ নিউজ ডেস্ক:ফটিকছড়িতে টয়লেটের সেফটি ট্যাংকে পড়ে মো: রোহান (৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিশু রোহান ওই এলাকার প্রবাসী মো: শাহজাহানের ১ম সন্তান এবং স্থানীয় এক মাদ্রাসায় নূরানী বিভাগের শিক্ষার্থী।
বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার আজাদীবাজার এলাকার রনজুরহাট সংলগ্ন অলি আহমদ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত রোহানের আপন মামা মো: আব্বাস বলেন- আমার বোনের পাশ্ববর্তী ফুফু শাশুড়ির ঘরে টয়লেটের সেফটি ট্যাংক পরিষ্কার করার জন্য ট্যাংকির ঢাকনি তুলে সেখানে প্লাস্টিক দিয়ে ডেকে রাখা হয়। ভাগনে রোহান বেশিরভাগ সময় ওই ঘরেই থাকে।
আজকে দুর্ভাগ্যবশত রোহান ওই ট্যাংকিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
চাটগাঁ নিউজ/এমআর