পড়া হয়েছে: ৩৪
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির নাজিরহাট থেকে দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল হালিম মিয়া প্রকাশ মিয়া সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বারৈয়ারহাটের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম মিয়া উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামের মৃত আবুল কালামের পুত্র। তিনি নাজিরহাট বাজার ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, নাজিরহাট থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সড়কের দাঁড়িয়ে থাকা পাথরবোঝায় ট্রাকের সাথে স্বজোড়ে ধাক্কা লেগে আঘাত প্রাপ্ত হয়। পরে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহাবুদ্দীন।
চাটগাঁ নিউজি/আনোয়ার/ইউডি