ফটিকছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

ফটিকছড়ি প্রতিনিধি:  চট্টগ্রামের ফটিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে সোমবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ‘স্পর্ধিত অংহকার’ এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্থাপক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেসবাহ উদ্দিন, ফটিকছড়ি-চট্টগ্রামসহ সরকারের বিভিন্ন দপ্তর প্রধান ও ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা ।

এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামী, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ‘স্পর্ধিত অংহকার’ এ পুষ্পমাল্য অর্পণ করেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা, আলোচনা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস ঘিরে এবার উপজেলার মাঠে বিজয় মেলার আয়োজন করা হয়।

চাটগাঁ নিউজ/আনোয়ার/ইউডি