ফটিকছড়িতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সেকান্দর (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার মাইজভান্ডার পূর্ব-আজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সেকান্দর মাইজভান্ডার শিল্পপাড়ার মোহাম্মদ মোহররম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। ওই স্থানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় দে বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top