পড়া হয়েছে: ৩২
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২জুন) সকাল পৌনে বারোটার দিকে উপজেলার সুন্দরপুর ইউপির ১নং ওয়ার্ডের আজিমপুর আদর্শ বাজারের পাশে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের করিম উদ্দিন (৩০) উপজেলার হারুয়ালছড়ি শান্তিরহাট সুজানগরে। এলাকার মুহাম্মদ শাহাজাহানের ছেলে।
জানা যায়-করিম কারিগর বাড়ির বাসিন্দা কামালের কাছ থেকে বাঁশ কিনেছিলেন। সকালে বাঁশঝাড় থেকে বাঁশ কাটা শুরু করেন করিম। এসময় একটি কাটা বাঁশ হেলে পড়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর।
এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এসআইএস