ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা, বৃদ্ধ খুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজারে বালু উত্তোলনে বাধা প্রদান করায় দুলাল (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা।বালু উত্তোলনস্থলে কথা কাটাকাটির জেরে ধরে এ হত্যাকাণ্ড বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাগানবাজার ৩নং ওয়ার্ডের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উক্ত এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, কয়েকজন ব্যক্তি ওই বৃদ্ধের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করার সময় বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার মাথায় বালির মেশিনের লোহার প্যাডেল দিয়ে সজোরে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পর বিকেলের দিকে ওই ব্যক্তি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুল হক বলেন, বালু উত্তোলনে বাধা প্রদানের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top