ফটিকছড়িতে বসতঘরের আগুন পুড়ে বৃদ্ধ নারীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক : জেলার ফটিকছড়িতে আগুনে পুড়ে হালিমা বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় পুড়ে গেছে ৭টি বসতঘর।

আজ মঙ্গলবার (১৮ জুন) ভোর ৫টার দিকে উপজেলার বখতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গোলদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম ওই এলাকার মৃত মফজল মিস্ত্রীর স্ত্রী।

জানা যায়, মাটির টিনশেড ঘরে হঠাৎ আগুন লাগলে তা মহুর্তে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ঘরের অন্যরা বের হতে পারলেও ঘুমন্ত বৃদ্ধা হালিমা বেগম আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন।

পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে সাত পরিবার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, মাটির টিনশেড ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘরের অন্যরা বের হতে পারলেও বৃদ্ধা হালিমা বেগম আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন। পরে আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ৭ বসতঘরও পুড়ে গেছে।

ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যন এটি এম পেয়ারুল ইসলাম ও বখতপুর ইউপি চেয়ারম্যন ফারুক উল আজম।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top