পড়া হয়েছে: ৩৭
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যার পানিতে তলিয়ে গিয়ে সামি (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ২টায় উপজেলার দাঁতমারা ইউপির শান্তিরহাটের সাদি নগরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ সামি ৭ নম্বর ওয়ার্ড সাদিনগরের ভাড়াটিয়া হামিদের ছেলে বলে জানা যায়।
জানা গেছে, সামিসহ তিন শিশু দুপুরে বন্যার পানিতে নিম্নবর্তী সড়ক দিয়ে পার হওয়ার সময় তলিয়ে গেলে বাকি দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করলেও সামি নামে শিশুটি এখনো নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
দাঁতমারা বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. ইমরান বলেন, আমরা স্থানীয় লোকদিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি, শিশুটিকে পাওয়া যায়নি। আগামীকাল আবার উদ্ধার তৎপরতা চালানো হবে।
চাটগাঁ নিউজ/এআইকে