চাটগাঁ নিউজ ডেস্ক: শেষ পর্য ন্ত ফটিকছড়িতে কোনো প্রার্থী পরিবর্তন হয় নি। বহু আলোচিত বিএসপি কিংবা তরিকত ফেডারেশন কাউকে নৌকার মাঝি হওয়ার সুযোগও দেয়নি আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া চাটগাঁ নিউজ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষুদে বার্তায় ফটিকছড়ির প্রার্থীর কোনো পরিবর্তন আছে কিনা তা জানতে চাইলে বিপ্লব বড়ুয়া উত্তর দেন- “নো চেইন্জ” ।
আজ ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হলেও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ,বাংলাদেশ সুপ্রিম পার্টি“র সভাপতি সৈয়দ সাইফুউদ্দিন মাইজভান্ডারী ও স্বতন্ত্র প্রার্থী উপজেলার চেয়ারম্যান আবু তৈয়ব কেউই মনোনয়ন প্রত্যাহার করেন নি।
তবে এখনো পর্যন্ত নজিবুল বশর মাইজভান্ডারী ও সাইফুউদ্দিন মাইজভান্ডারী অলৌকিকভাবে সাহায্যে পাবেন বলে আশাবাদী। খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, কেউ নৌকা পায়নি এবং প্রত্যাহারের সময় চলে গেলেও ঘর পোঁড়া গরুর মতো এখনো শংকায় রয়েছে আওয়ামী লীগ প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। ।
পৃথক পৃথকভাবে সবার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করা গেছে।