পড়া হয়েছে: ১৪
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে দুই গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক ২ চোরের মধ্যে সুবারত ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে কোরবার আলী ছেলে। আর রাকিব রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মনসুরের ছেলে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাটিয়ারকুল এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, গরুসহ দুই চোরকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ দুই যুবককে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, সংবাদ পেয়ে দুই গরু চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ