ফটিকছড়িতে ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ভেসে গেলেন বাবা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে মাদ্রাসা থেকে ছেলেকে আনতে গিয়ে মো. রজি আহমেদ (৫৫) নামে এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে গেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব ভূজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রজি আহমেদ (৫৫) ওই এলাকার কবিরা পাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে। তার ৪ ছেলে এবং ২ মেয়ের মধ্যে বড় ছেলে নাঈমকে মাদ্রাসা থেকে নিয়ে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাজী আসহাব উদ্দিন বলেন, রজি আহমেদের ছেলে নাঈম স্থানীয় একটা মাদ্রাসায় পড়াশোনা করতো। এলাকায় বন্যার পানি হওয়াতে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে ছেলেকে নিয়ে হালদার শাখা খাল পাড় হওয়ার সময় ছেলে একটি গাছকে আকড়ে ধরে ঠিকে থাকলেও বাবা পানিতে ভেসে যায়। তারপর থেকেই নিখোঁজ রজি আহমেদ।

নিখোঁজ রজি আহমেদের ছেলে নাঈম বলেন, বাবা আমাকে একটি গাছ জড়িয়ে ধরিয়ে দেয়। পানির স্রোতে এক পর্যায়ে বাবাকে ভাসিয়ে নেয়। আমি গাছটি আঁকড়ে ধরার কিছুক্ষণ পর কিছু মানুষ দেখতে পেয়ে আমাকে উদ্ধার করে। তবে এখনো বাবার খোঁজ পাইনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top