ফটিকছড়ি প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২, ফটিকছড়ি আসনে সরাসরি ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন চাচা-ভাতিজা, মামা-ভাগনি। চট্টগ্রাম – ২, ফটিকছড়ি সংসদীয় আসন হতে এবার মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও চার প্রার্থীর মধ্যে সম্পর্কের মেলবন্ধন খুঁজে পাওয়া যায়।
এঁর মধ্যে বর্তমান এমপি , ফুলেরমালা প্রতীকের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মাইজভান্ডারী একই পরিবারের সদস্য। সম্পর্কে তাঁরা চাচা -ভাতিজা। এক্ষেত্রে নজিবুল বশর মাইজভান্ডারী সাইফুদ্দিন মাইজভান্ডারীর চাচা হন।
অন্যদিকে, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ও একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দীন মাইজভান্ডারীর মধ্যেও আত্বীয়তার সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। এর মধ্যে সাইফুদ্দিন মাইজভান্ডারী খাদিজাতুল আনোয়ার সনির মামা হন।
খবর নিয়ে জানা যায়, প্রতিদ্বন্ধি সাইফুদ্দিন সনির ছোট চাচীর আপন বড় ভাই এদিকে, চার আপনের ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া নিয়ে পুরো উপজেলার মধ্যে এক প্রকার হাস্যরসের সৃষ্টি হয়েছে।