ফটিকছড়িতে চাঁদাবাজি, যুবককে এক মাসের কারাদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদাবাজি ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে মো. বেলাল হোসেন নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সিলিন্ডার গ্যাস মজুদ করার অপরাধে মেসার্স জাহান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার ভূজপুর থানাধীন বাংলা বাজার, হেঁয়াকো, দাঁতমারা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন।

তিনি জানান, একই ইউনিয়নের শিকদারখিল এলাকায় মো. বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে চাঁদাবাজি ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ১ মাসের বিনশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল আমিন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top