ফটিকছড়ি প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে ফটিকছড়িবাসীকে জেগে উঠতে হবে। প্রতীক দেখে নয় যোগ্য ব্যক্তি দেখে ভোট দিন। ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুউদ্দীন মাইজভান্ডারী। এসময় তিনি আরো বলেন বিগত ১৫ বছরে দেশ অনেক দুর এগিয়েছে। তবে সে তুলনায় ফটিকছড়িতে কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। যে টুকু হয়েছে উন্নয়নের নামে হরিলুট হয়েছে।
মাইজভান্ডারী আরো বলেন ৭ জানুয়ারীর নির্বাচনে মার্কা দেখে লাভ নেই। যোগ্য ব্যাক্তির হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। মানুষ চাচ্ছে সুষ্টু ভোটের পরিবেশ। শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হলে ভোটাররা ব্যালেটের মাধ্যমে নিরব বিপ্লব ঘটিয়ে দেবে।
(২ জানুয়ারী) দুপুরে ফটিকছড়ি উপজেলার নারায়নহাট, ভূজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় একতারা প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন সুপ্রিম পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- বিএসপির চট্টগ্রাম জেলা ও সভাপতি এস এম শাহাব উদ্দীন, উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রমুখ।