পড়া হয়েছে: ৫৯
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও চলাচলের রাস্তা কেটে ক্ষতিসাধন করার অপরাধে এফ.বি ব্রি ব্রিকফিল্ডের ম্যানেজার রফিকুল আলমকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার ( ২৩ অক্টোম্বর) সকালে উপজেলার হারুয়ালছড়ি এলাকায় অবস্থিত এফ.বি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে ভুজপুর থানা পুলিশের একটি টীম।
সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি.এম কামরুল ইসলাম বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।