ফটিকছড়িতে আবারো শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম

ফটিকছড়ি প্রতিনিধি:  ফটিকছড়িতে আবারও শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। (২২ জুলাই সকাল) ৯ টা থেকে নাজিরহাট বাজারে দুটি স্থানে এ কার্যক্রম শুরু হয়।

এতে ৫ কেজি চাউল ১৫০ টাকা , ২ লিটার তেল ২০০  টাকা, ২ কেজি মসুর ডাল ১২০ টাকাসহ ৪৭০ টাকায় দেয়া হচ্ছে।

উপজেলার দুটি পৌরসভা, ১৮ টি ইউনিয়নে ৬ জন ডিলার ২৬ হাজার ৫ শত ২৫ জন টিসিবি কার্ডধারীদের মাঝে ক্রয় করবেন বলে জানা গেছে।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মনোয়ারা আকতার নাজিরহাট বাজারে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন।

মেসার্স জনতা মেজর রাইস মিল (ডিলার) মনসুর কোম্পানি জানান, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভায় ও বাগানবাজার ইউনিয়নের ডিলার। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী টিসিবি কার্ডধারী ব্যক্তিদের দিচ্ছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন, উপজেলায় ৬ জন দায়িত্বপ্রাপ্ত ডিলারশিপ এর মাধ্যমে টিসিবি’র কার্ডদারীদের মাঝে দেয়া হচ্ছে। নির্দেশনা দেওয়া হয়েছে সঠিক ভাবে দেয়া জন্য। কোন ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top