পড়া হয়েছে: ৫১
চাটগাঁ নিউজ ডেস্ক: ফটিকছড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল জুনায়েদ (৬) নামে এক শিশুর। বুধবার (২৭ মার্চ) দুপুর ১টায় পূর্ব ভুজপুরের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ভুজপুর ইউনিয়নের আমতলী শামসুদ্দিন চেয়াম্যান বাড়ির দুবাই প্রবাসী মো. রুবেলের দ্বিতীয় পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহিম।
স্থানীয়রা জানান, জুনায়েদ দুপুরে পুকুরে গোসল করতে গেলে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে পুকুরে ভাসমান অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে ভুজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুনায়েদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/এমআর