পড়া হয়েছে: ৩৯
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ধর্মপুর ও খিরামের অবৈধ বালু মহলে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার ধর্মপুর ও খিরাম ইউনিয়নের হচ্ছাঘাট এলাকায় সত্তাখালে অবৈধ বালু মহলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিস মোজাম্মেল হক চৌধুরী। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারী চক্র সদস্যরা পালিয়ে যায়।
এ সময় ওই এলাকা থেকে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন, ৫ হাজার ঘনমিটার বালু জব্দ করা হয়। পরবর্তী জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে ৪৪ হাজার টাকায় বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এআইকে