ফটিকছড়িতে অবৈধ বালু মহলে প্রশাসনের অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ধর্মপুর সত্তা খালের কুলাল পাড়া এলাকায় অবৈধ বালু মহলে উপজেলা প্রশাসনের অভিযান।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। এ অভিযানে খালের প্রান্তে বালু তোলার আনুষঙ্গিক পাইপ প্রায় (পাঁচশত) ফুট ধ্বংস করে ৩ হাজার ঘণফুট বালু জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুল হকসহ ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম।

অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলন পয়েন্ট থেকে একটি লাইসেন্সবিহীন চান্দের গাড়ি(জিপ) আটক করা হয়। পরে গাড়িটি সড়ক পরিবহন আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি এ.টি.এম কামরুল ইসলাম।

Scroll to Top