সিপ্লাস ডেস্ক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও ইসির চার কমিশনার।
বুধবার দুপুরে এ বৈঠক শুরু হয়।
বুধবার বিকাল পৌনে ৩টার দিকে প্রধান বিচারপতির খাস কামরায় ঢোকেন তারা।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের গেট থেকে তাদের এগিয়ে নেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী।
এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বুধবার (১ নভেম্বর) সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা।
তিনি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন বুধবার। প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধান ও কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।