চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতি হিসেবে সংবিধান ও আইনের ‘রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধানের’ শপথ নিলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তিনি নতুন দায়িত্বের শপথ নেন।
ক্ষমতার পালাবদলের মধ্যে আন্দোলনকারীদের দাবির মুখে শনিবার বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর কয়েক ঘণ্টার মধ্যে রাত সাড়ে ৯টার দিকে নতুন প্রধান বিচারপতি নিয়োগের ঘোষণা আসে।
উচ্চ বিচারালয়ের বিচারপতিদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনভর বিক্ষোভের মধ্যে এসব পরিবর্তন হয়।
প্রধান বিচারপতির পদত্যাগের পর রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।
পরে রাতে বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন পদত্যাগ করেন বলে প্রজ্ঞাপনে জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
চাটগাঁ নিউজ /এআইকে