স্পোর্টস ডেস্ক : নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল। প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। তাতে শেষ আটেও এক পা দিয়েই রাখল ৯ বারের কোপা আমেরিকাজয়ীরা।
শুরুটা ভালো না হলেও প্রথমার্ধটা ব্রাজিলের করে দেন ভিনিসিয়াস জুনিয়র। লুকাস পাকেতার পেনাল্টি মিসের ৪ মিনিট পর তারই পাস থেকে গোল করেন ভিনি। বিরতির বাঁশি বাজার আগে করলেন আরও এক গোল। মাঝে সাভিওর এক লক্ষ্যভেদ মিলিয়ে ব্রাজিল এগিয়ে গিয়েছিল ৩-০ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য প্যারাগুয়ে জেগে উঠেছিল রীতিমতো। বেশ চাপে রেখেছিল ২০১৯ সালের চ্যাম্পিয়নদের। ৪৮ মিনিটে তার ফলটাও পেয়ে যায় প্যারাগুয়ে। ওমার আলদারেতের গোলে ব্যবধান কমায় তারা।
তবে ম্যাচে তাদের ফেরার সম্ভাবনাটা শেষ করে দেন পাকেতা। ৬৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। সেখান থেকে গোল করেন তিনি।
শেষ দিকে আবার লাল কার্ড দেখেন প্যারাগুয়ের আন্দ্রেস কুবাস। ম্যাচে আর দলটার ফেরা হয়নি। ব্রাজিল মাঠ ছেড়েছে ৪-১ গোলের বড় জয় নিয়ে।
এই জয় শেষ আটের খুব কাছাকাছি নিয়ে গেল ব্রাজিলকে। ডি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে দলটা। শীর্ষে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৬, সমান ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৪। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই শেষ আটে চলে যাবে সেলেসাওরা।
চাটগাঁ নিউজ/এআইকে