পেকুয়া টৈটং ইউনিয়নে হাজার মানুষ পানিবন্দি

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় কয়েকদিনের টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার টৈটং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। পানিবন্দি অবস্থায় রয়েছেন কয়েক হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, টৈটং ইউনিয়নের মালগারা, শের আলী মাস্টার পাড়া, আলেকদিয়া পাড়া, বটতলি, নিতান্তঘোনা, জালিয়ার চাংসহ ২০টি গ্রামে তলিয়ে গেছে ফসলী জমি, মাছের ঘের ও নিম্নাঞ্চলের বাড়িঘর। এছাড়া উপজেলার উজানটিয়া ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্লাবিত গ্রামগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এসময় তিনি প্লাবিত এলাকার মানুষের জন্য সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তার আশ্বাস দিয়ে বলেন, ‘টইটংয়ে অন্তত ৪টি পয়েন্টে পাহাড়ি ছড়ার বাঁধ ভেঙে গেছে। প্রায় ৩০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। চেয়ারম্যানকে দ্রুত সময়ে ভাঙা অংশ মেরামতের জন্য বলেছি।’

পরিদর্শনকালে সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. আবু তাহের ও টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/সুমন/এসএ

Scroll to Top