চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে পুলিশেদের ক্যাম্পাসের মেইন গেইটের বাইরে পাঠিয়ে দেয়।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে আশেপাশের গ্রামের মানুষজনও যোগ দেয় আন্দোলনে। পুলিশ সদস্যরা এখন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে আছেন।
গতকাল পুলিশের হামলার পর সন্ধ্যা থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। তবে অধিকাংশ শিক্ষার্থী গতকাল রাত ১০টা পর্যন্ত হলেই ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর মধ্যরাত পর্যন্ত বিভিন্ন সময়ে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। ভোর ৬টার দিকে ক্যাম্পাসে বিদ্যুৎ আসে।
আ.ফ.ম কামাল উদ্দিন হলের নিরাপত্তারক্ষী সোলায়মান গণমাধ্যমকে বলেন, রাতেই হলের সব শিক্ষার্থী হল ছেড়ে চলে গেছেন। দু’জন প্রতিবন্ধী ছাত্র রয়েছেন। আমরা তাদের খাবার এনে দিয়েছি। রাতে বিদ্যুৎ ছিল না সকাল ৬টার দিকে আসছে।
এদিকে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের ওপর পরে আছে গতকালের সংঘর্ষের সময় ছোড়া ইট পাটকেলের খণ্ডিত অংশ। টিয়ার শেলের খোসা। পুরোনো ল্যাম্প পোস্টের খুঁটি। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের ভাঙা জানলার কাঁচ পরিষ্কার করা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা ভবনের সামনে অপেক্ষা করছেন।
চাটগাঁ নিউজ/এআইকে