পুঁজিবাজারে সংকট নিরসনে উপায় খুঁজছে সরকার

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের পুঁজিবাজারে বিদ্যমান সংকট নিরসনে উপায় খুঁজছে সরকার। এজন্য নানামুখী উদ্যোগের পাশাপাশি শেয়ার হোল্ডারদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। আগামীকাল ৭ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)র উদ্যোগে ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

ওই বৈঠকে ডিএসইর পরিচালক পর্ষদের উদ্যোগে সভায় বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেবেন।

গত অক্টোবর মাসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি কার্যালয়ে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন অর্থ উপদেষ্টা।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top