পিকআপের ধাক্কায় হাটহাজারীতে এক যুবকের মৃত্যু 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মো. সাইফুর রহমান সাইফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুনিয়াপুকুরপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান রাউজান উপজেলার পশ্চিম ফতেহনগর খুরশিদ বাপের বাড়ির মো. মতিউর রহমানের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে নাজিরহাটমুখী একটি পিকআপ গাড়ি উল্লেখিত স্থান অতিক্রম করার সময় সাইফুর রাস্তা পার হতে গেলে পিকআপটি তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর পর আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুন নুর জানান, হাসপাতালে আনার আগেই সাইফুর রহমানের মৃত্যু হয়েছিলো।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top