পাহাড়তলীতে হেলে পড়েছে ৩ তলা ভবন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে তিন তলা একটি ভবন হেলে পড়েছে। ভবনের বাসিন্দা ও আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সরাইপাড়ায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “তিন তলা ভবনটির পাশে একটি ড্রেনের কাজ চলছিল। ড্রেনের পাইলিং করার সময় ভবনটির নিচের মাটি সরে গেছে।

তিনি জানান, তিনতলা ওই ভবনের পাশের আরেকটি ভবনের মাঝে ৬ ইঞ্চি গ্যাপ (ফাঁকা) ছিল আগে। এখন সেই গ্যাপটা আর নেই। তবে হেলে যাওয়া তিনতলা ভবনে ফাটল বা তেমন কিছু এখনো দেখা যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, হেলে যাওয়া ওই ভবনে ছয়টি পরিবার বসবাস করে। এখনই ভবনটি থেকে লোকজনকে সরানো হচ্ছে না। প্রকৌশলীরা দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Scroll to Top