পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ চাকমা

চাটগাঁ নিউজ ডেস্ক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও সাবেক রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আবুল হায়াত মো. রফিক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর এ নিয়োগ হয়।

অন্যান্য সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সারেথ কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top