পড়া হয়েছে: ১০২
নিজস্ব প্রতিবেদক: নগরীর পার্কভিউ হসপাতালের উদ্যোগে আল ফালাহ্ মহিলা মাদরাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্ত গ্রুপ নির্ণয় পরীক্ষার আয়োজন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) আল ফালাহ মহিলা মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থপনা পরিচালক ডা: এটিএম রেজাউল করিম । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিডিএ মসজিদের খতিব অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার, সভাপতি হিসেবে ছিলেন আল ফালাহ্ স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ও আল ফালাহ্ মহিলা মাদরাসার প্রিন্সিপাল ইউনুস ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগও প্রদান করা হয়।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/জেএইচ