পড়া হয়েছে: ১৪
চাটগাঁ নিউজ ডেস্ক: সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে আলোচিত দুই তরুণ র্যাপার সেজান ও হান্নানের নাম এসেছে। বইয়ের ‘অ্যা নিউ জেনারেশন’ অধ্যায়ে ছাত্র–জনতার আন্দোলনে তাঁদের গানের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।
আন্দোলনের মধ্যে ‘কথা ক’ ও ‘আওয়াজ উডা’ প্রকাশ করে পরিচিতি পেয়েছেন নারায়ণগঞ্জের দুই র্যাপার সেজান ও হান্নান। গান দুটি আন্দোলনে প্রেরণা জুগিয়েছে।
‘আওয়াজ উডা’ প্রকাশের পর গ্রেপ্তার করা হয়েছিল হান্নানকে। ১২ দিন জেল খেটেছেন নারায়ণগঞ্জের এই র্যাপার। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট মুক্তি পান এই তরুণ র্যাপার। বিরুদ্ধ সময়ে ‘কথা ক’ প্রকাশের পর আত্মগোপনে থাকতে হয়েছিল সেজানকে। দুজনেই নিয়মিত কনসার্ট করছেন।
চাটগাঁ নিউজ/ইউডি