চাটগাঁ নিউজ ডেস্ক: নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখটি ভুল ছাপানো হয়েছে। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তবে বইয়ে তার মৃত্যুর তারিখ লেখা হয়েছে ১৭ জুলাই।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামে এক অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। তবে একই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাঁথা’ শিরোনামে যে অধ্যায় যুক্ত করা হয়েছে সেখানে সঠিক তারিখ অর্থাৎ ১৬ জুলাই লেখা হয়েছে।
জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর এ কে এম রিয়াজুল হাসান বলেন, বিষয়টি নজরে এসেছে। ওয়েবসাইটে পিডিএফ কপিতে সংশোধনের জন্য বলা হয়েছে। তবে মুদ্রণ হওয়া বইগুলো যেগুলো চলে গেছে সেগুলোর জন্য সংশোধন কপি পাঠানো হবে। আর যেসব বই ছাপা হয়নি সেখানে সংশোধন করে ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে।
সরকারি চাকরিতে কোটা আন্দোলন যখন তুঙ্গে তখন পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। গত বছরের ১৬ জুলাই পুলিশের ছোড়া গুলিতে নিহত হন তিনি। তার এই মৃত্যুতে কোটা আন্দোলনের মোড় ঘুরে যায়। দেশ জুড়ে মানুষ শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। এই আন্দোলনই রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে।
উল্লেখ্য, ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
চাটগাঁ নিউজ/ইউডি