পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ৯

চাটগাঁ নিউজ ডেস্ক:  পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে অবস্থানরত দুইটি পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তংচঙ্গাসহ অনেকে আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে,পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি দল অবস্থান কর্মসূচি পালন করে।তবে একই দিনে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতিটি বইয়ে পুনসংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের অন্য একটি সংগঠন বুধবার সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে।

গণমাধ্যমের প্রকাশিত সংবাদ অনুযায়ী , বুধবার সকাল থেকেই ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র ব্যানারে একদল লোক এনসিটিবির সামনে অবস্থান নিয়ে ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে সেখানে যায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারধারীরা।

তারা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসময় পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চালায়। পুলিশের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে উভয়পক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে। একপর্যায়ে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র সমর্থকদের উপর হামলা চালায়। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন-রূপাইয়া শ্রেষ্ঠা তনচঙ্গা (২৫),ধনজেতরা (২৮),অন্তত ধামাই (৩৫),ফুটন্ত চাকমা (২২),ইসাবা শুহরাত (৩২),রেংইয়ং ম্র (২৭),ডোনায়ই ম্রো (২৫),জুয়েল মার্ক (৩৫)ও শৈলী (২৭)।

তবে সংঘর্ষের ঘটনায় আহত রূপাইয়া শ্রেষ্ঠা তনচঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য বলে ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা।

স্টুডেন্ট ফর সভারেন্টি দাবি করেছে,তাদের ওপর হামলা হয়েছে। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা দাবি করেছে, তাদের ওপর হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে।

নবম ও দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভারেন্টি। এরপর সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি সংযুক্ত করা হয়

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top