পাঁচলাইশে দিনে-দুপুরে ডাকাতি, গ্রেনেড ফাটিয়ে গৃহকর্তাকে উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে অংশ নেওয়া দুজনকে আটক করেছে পুলিশ।এসময় সাউন্ড গ্রেনেড ফাটিয়ে জিম্মি করে রাখা গৃহকর্তাকে উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন- বায়েজিদ ও আকাশ। তারা ওই বাসায় কাজ করতেন। এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, ভবন মালিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা। তার নাম লোকমান হাকিম। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

আজ দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির পাশে উৎসুক জনতার ভিড়। তবে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, ডাকাতিতে অংশ নেওয়া এক যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতি করা হয়েছে। সকাল ১১টার দিকে তারা ওই ভবনে প্রবেশ করেন।ভবনটির ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ও নিরাপত্তাকর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। এ ছাড়া পার্শ্ববর্তী পাঁচলাইশ থানায়ও ফোন করে ওই বাসায় ডাকাত ঢোকার বিষয়টি জানানো হয়। এরই মধ্যে তিন ডাকাত পালানোর সময় একজনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। পরে পাঁচলাইশ থানা–পুলিশের একটি দল ও পুলিশের সোয়াত দল ঘটনাস্থলে যায়। তারা ভবনটির দ্বিতীয় তলায় গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাসাটির শৌচাগারে জিম্মি করে রাখা লোকমানকে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে উদ্ধার করা হয়। একইসঙ্গে এক ডাকাতকে আটক করা হয়।

নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে জানান , ‘ঘটনার পর থেকে আমরা এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় কেউ মারা যাননি। তবে একজন আহত হয়েছেন। তিনি ডাকাতির কবলে পড়া বাড়ির মালিক।’

পুলিশ কমিশনার আরও বলেন, ‘যা বুঝতে পারছি— ডাকাতির উদ্দেশেই তারা বাসায় প্রবেশ করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। যারা ডাকাতির জন্য বাসায় প্রবেশে করেছে তারা এখানেই (বাসায়) কাজ করতো। একটা অপারেশন শেষ হয়েছে মাত্রা। তদন্ত শুরু হবে, তদন্ত পর্যায়ে আমরা আরো তথ্য উদঘাটন করার চেষ্টা করবো।’

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top